শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নতুন বছরে নতুন বই পটুয়াখালীতে পালিত হয়েছে বই উৎসব

নতুন বছরে নতুন বই পটুয়াখালীতে পালিত হয়েছে বই উৎসব

পটুয়াখালী প্রতিনিধি : সারাদেশের ন্যায় পটুয়াখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে। রোববার সকাল ১০টায় পটুয়াখালীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. শাহজালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ আব্দুল্লাহ সাদীদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, পর্যায়ক্রমে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বই তিরণ করা হয়। নতুন বই কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, আমরা বই হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল। বছরের প্রথম দিনে বই পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, বছরের প্রথম দিনে জেলায় ৪ লক্ষ ২০ হাজার ৬শত ছিয়ানব্বই জন শিক্ষার্থীকে নতুন বই প্রদান করা হলো।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS