শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দশমিনায় দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত

দশমিনায় দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি ; রাষ্ট্রীয় আইন মেনে চলি, অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি এ প্রতিপাদ্যে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ভেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ (ঘঅঅঘউ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পটুয়াখালীর দশমিনায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া’র সভাপতিত্বে ও দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তহমিনা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাস্টার ট্রেনার ইকবাল হোসেন প্রভাষক ঢাকা কলেজ । বিশেষ অতিথি ছিলেন দশমিনা মেডিকেল অফিসার মনিকা মল্লিক, দশমিনা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, একাডেমিক সুপার ভাইজার মু. নেছার উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির দশমিনা শাখার সভাপতি আব্দুর রহমান, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, বহরমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহাগ, রনগোপালদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজসহ উপজেলার প্রাথমিক, বুদ্ধি প্রতিবন্ধী, মাধ্যমিক ও মাদ্রাসার শতাধিক প্রধান শিক্ষক এ কর্মশলায় অংশ গ্রহন করেন।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS