বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আবু হানিফ

পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আবু হানিফ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ছেলে আবু হারিফ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ’কে অত্র বিভাগের পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। ১১জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু’র স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। মুহাম্মদ আবু হানিফ এই বিভাগে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত বিশ্বস্থতার সহিত কাজ করে আসছেন।

এ ব্যাপারে মুহাম্মদ আবু হানিফ বলেন, মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্যার আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে এই দায়িত্ব প্রদান করেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা নিয়ে শারীরিক শিক্ষা বিভাগের উন্নয়ন সাধন করাই আমার মুল কাজ। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। দশমিনা উপজেলাবাসী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS