সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

পটুয়াখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি।।মহান স্বাধীনতা উপলক্ষে পটুয়াখালীতে তোপধ্বনির মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ এবং বিজয় র‌্যালি বের করা হয়েছে। শুক্রবার প্রত্যুষে ডিসি স্কয়ার মাঠে ৩১ বার তোপধনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি,স্বায়িত্তশাসিত এবং বেরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। পৌনে সাতটায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ শরীফুল ইসলাম। এসময় পুষ্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী ১ আসদের সংসদ সদস্য এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এমপি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, পুলশ সুপার মোহাম্মাদ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান,জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর,সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ অন্যরা। পরে ডিসি বাংলোর সামনে এবং পুরাতন জেলখানা ও মাদবার বাড়ি সংলগ্ন গণকবর জিয়ারত করেন জেলা প্রশাসন। পৌনে আটটায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ করেন।
সকাল সাড়ে ৮টায় এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। পৌনে ৯টায় বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি,বিএনসিসি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বাংলাদেশ স্কাউটস বালকদল, রোভার স্কাউটস,গার্লস গাইড.জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে কুঁচকাওয়াজ।
১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS