শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাটখিলে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেফতার

চাটখিলে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজিম উদ্দিন (১৭) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেফতার আজিম উদ্দিন উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইউনিয়নের সাংবাহুরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে অভিযুক্ত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হং। এর আগে,গতকাল বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় স‚ত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ভুক্তভোগী শিশু বাড়ির পাশে মক্তবে আরবি প্রাইভেট পড়তে যায়। ওই সময় আজিম উদ্দিন তাকে মক্তবের টয়লটের ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। পরে মক্তবের হুজুর ওই শিশুকে কাঁদতে দেখে তাৎক্ষণিক অভিযুক্ত আজিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত যুবককে বুধবার বিকেল চাটখিল থানায় সোপর্দ করে। অভিযোগের সত্যতা পেয়ে এ ঘটনায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়।

৩০ বার ভিউ হয়েছে
0Shares