শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
উপজেলা নির্বাচন সেনবাগে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

উপজেলা নির্বাচন সেনবাগে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : আগামী ২১মে অনুষ্ঠিতব্য ২য় ধাপে ৬ষ্ঠ সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতাকারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। ২ এপ্রিল নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার শারমিন আরা ওই প্রতিক বরাদ্দ দেওযার পরপরই প্রচারনায় নেমে পড়েছে প্রাথীরা। ৬ চেয়ারম্যান, ৪ ভাইস চেয়ারম্যান ও ৫মহিলা ভাইস চেয়ারম্যান সহ ১৫জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।

 এরা হচ্ছে ঃ বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী (হেলিকপ্টার) মার্কা, নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলমের ছেলে উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল আলম দিপু (আনারস) মার্কা, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম মানিক (টেলিফোন) মার্কা, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী ও সাবেক পৌরসভার মেয়র আবু জাফর টিপু (দোয়াত কলম ) মার্কা, সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর (কাপ পিরিচ ) মার্কা , কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটি সাবেক সহ সম্পাদক একেএম জাকির হোসেন জুয়েল ( মটর সাইকেল ) মার্কা।

 ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ গোলাম কবির (মাইক মার্কা),এমপির স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন (তালা) মার্কা, সেনবাগ পৌরসভা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী শাহরিয়ার আলমগীর আলো( টিয়া-পাখি) মার্কা ও যুবলীগ নেতা এএফএম দিদারুল ইসলাম (চশমা) মার্কা ।

 মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা (কলস) মার্কা , উপজেলা মহিলা লীগ নেত্রী রেজিয়া বেগম বকুল (প্রজাপতি) মার্কা, ফেরদাউস আরা রুপালী (ফুটবল) মার্কা ,আমেনা খাতুন (পদ্মফুল) মার্কা ও জাহানারা বেগম (ফুটবল) মার্কা।

১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS