বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪  তম জাতীয় প্রতিবন্ধী দিবস

মোরেলগঞ্জে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪  তম জাতীয় প্রতিবন্ধী দিবস

এইচ,এম, শহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ-  বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবন্ধীদের  মাঝে বিভিন্ন উপকরণ সহয়ক বিতরণীসভা অনুষ্ঠিত  হয়েছে।
৩১ তম আন্তর্জাতিক ও ২৪  তম জাতীয়  প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা ও  সহায়ক উপকর  বিতরীসভা-২০২২-উপলক্ষে ৩ ডিসেম্বর শনিবার সকাল  ১০ টায়  ” অন্তর্ভুক্তিমূলক  উন্নয়নের জন্য -পরিবর্তন মুখী পদক্ষেপঃ প্রবেশগম্য  ও  সমতাভিত্তিক  বিশ্ব বিনির্মাণে উদ্বোধনী ভূমিকা”,  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রতিবন্ধী সেবা কেন্দ্র ও  উপজেলা প্রশাসনের আয়োজনে  উপকারভূগী প্রতিবন্ধীদের মাঝে উপজেলা পরিষদ চত্বরে ৩০টি  হুইলচেয়ার ১৪টি, হোয়াইটকেন  ও  ২টি ক্লাস সহয়ক বিতরন করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট – ৪ ( মোরলগ্ঞ্জ-শরনখোলা)  আসনের  সংসদ সদস্য  এডভোকেট আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সহয়ক, বিতরনী অনুস্ঠানে উপস্হিতিদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রতিবন্ধী সেবা কেন্দ্র কর্মকর্তা মো. কায়কোবাদ হোসেন আকুঞ্জি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন,, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমূখ । এসময় মোরপলগঞ্জে ও শরণখোলার  বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী, জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা ও কর্মচারীবৃন্ধ ও স্হানীয়  সূধীজন উপস্হিত ছিলেন।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS