শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ

বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ

 বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরণ করা হয়েছে।  সোমবার (৩১অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চশমা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭০ জন ছাত্রর মাঝে চশমা বিতারণ করেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।

এর আগে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে ‘দৃষ্টিদান’ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে সরকারী উচ্চ বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর চক্ষু পরিক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করেন। ‘সাইট সেভার্স’ ও বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু পরিক্ষা ও চশমা বিতারন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মো: শাহীনুজ্জামানের সভাপতিত্বে চশমা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ঝিলেন ‘দৃষ্টিদান’ চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হক, ‘সাইট সেভার্স’ জেলা সমন্বয়কারী মো: মমিনুল হক, অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, ‘দৃষ্টিদান’ এর প্রকল্প কর্মকর্তা কাজী সাইদুর রহমান, অভিভাবক ফোরামের, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, কোষাদ্যাক্ষ এস এম রাজসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এদিন বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS