শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

মোরেলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ বিদ্যুৎপৃষ্টে এক স্কুল ছাত্র নিহাত হয়েছে। ইন্না-লিল্লাহ,,,,,,,, রাজেউন।
 মঙ্গলবার ২৬ জুলাই সকালে উপজেলার  ২৩০ নং হোগলাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র, রোল নং ৩১, মোঃ রাহাত শেখ পিরোজপুর জেলার বৈধ্যপাড়া নিবাসী দিনমজুর তাইউনুস শেখের ছেল। সে বেলা ১১.০০ টার সময় হোগলাপাশা গ্রামের সেকেন্দার আলীর  বাড়ীর আমড়া গাছে উঠে লগীদিয়া আমড়া পাড়ছিল। কিন্তু অসাবধানতার কারনে লগী গিয়ে বিদ্যুৎতের তাড়ে পড়লে ঘটনা স্থালে তার মৃত্যু হয়। নিহতের পিতা তাইউনুস শেখ সেকেন্দার আলীর ভাড়াটিয়া।
এব্যাপারে পল্লী বিদ্যুৎতের ডিজি এ বি এম মিজানুর রহমান জানান, আমি ঘটনাটি শোনার সাথে সাথে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ঘটনা স্থালে লোক পাঠাই এবং ব্যবস্থা গ্রহন করি।
মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, ঘটনা স্থালে পুলিশ পাঠাই ততখনে পিরোজপুর ফায়ারসার্বিস এসে লাশ নামিয়ে নিহতের বাড়ী পিরোজপুর নিয়ে গিয়েছে।
৩৬ বার ভিউ হয়েছে
0Shares