বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

নাটোরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

ইসাহাক আলী, নাটোর, ১৬ মার্চ-নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৬৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া সড়কে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মরহুম সোলেমান হোসেনের ছেলে। তিনি শহরের ভাটোদাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকালে নজরুল দিঘাপতিয়া বাজার থেকে দুধ নিয়ে বাসায় ফেরার পথে কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় নাটোর -বগুড়া মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রিবাহি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঝলমলিয়া হাইওয়ে থানার কর্মকর্তা এসআই জুবায়ের দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান,বাসের চালক হেলপার পলাতক। মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৪২ বার ভিউ হয়েছে
0Shares