শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে শিক্ষার্থীদের বাল্য বিবাহ বিরোধী সমাবেশ ও লাল কার্ড প্রদর্শন

নাটোরে শিক্ষার্থীদের বাল্য বিবাহ বিরোধী সমাবেশ ও লাল কার্ড প্রদর্শন

ইসাহাক আলী, নাটোর, ০৭ সেপ্টেম্বর-  নাটোরে বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করলো নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বাল্যবিবাহ করারও শপথ নেয়।

সকালে পি ফর ডি’র সহযোগিতায় ডিস্ট্রিক পলিসি ফোরামের (ডিপিএফ) উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সমাবেশও অনুষ্ঠিত হয়।  সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ডিপিএফ সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাল্য বিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়া ও বিয়েসহ সকল দ্বায়দায়িত্ব নেবেন জেলা প্রশাসক।

৭৬ বার ভিউ হয়েছে
0Shares