শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ মামলায় দুই জনের ১০ বছরের আটকাদেশ

প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ মামলায় দুই জনের ১০ বছরের আটকাদেশ

ইসাহাক আলী, নাটোর, ২৯ সেপ্টেম্বর-  নাটোরের সিংড়ায় প্রতিবন্ধি শিশুকে গণধর্ষণ মামলায় রাসেল ও রমিজুল নামে দুইজনকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ প্রদান করেন। এছাড়া তাদের আটক করে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশও দেন বিচারক।

সাজাপ্রাপ্ত রাসেল সিংড়ার বড়আদিমপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ও রমিজুল একই গ্রামের এজাহার প্রামানিকের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ মার্চ বিকালে বিস্কটু খাওয়ানোর লোভ দেখিয়ে ১১ বছরের প্রতিবন্ধি শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে ভুট্টা জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে রাসেল ও রমিজুল। পরে তারা পালিয়ে যায়। বিকালে ওই শিশুর মামা বিকাল ৫টার দিকে বাড়িতে এসে তার ভাগ্নি নিখোজেঁর বিষয়টি জানতে পারেন। খোঁজাঝজিঁর এক পর্যায়ে জানতে পারেন পাশের পাড়িল গ্রামের মাঠ থেকে তাকে উদ্ধার করেছে গ্রামবাসী।   রাত ৯ টার দিকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলেও দূর্গম রাস্তা হওয়ায় পরের দিন তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।  এ ঘটনায় ৩১ মার্চ ভুক্তভোগীর মামা রিপন মন্ডল বাদী হয়ে সিংড়া থানায় ধর্ষণ মামলা করেন।  পুলিশ মামলার তদন্ত শেষে ১৭ সালের ২৭ মে রাসেল ও রমিজুলকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত মামলার দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার দুপুরে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন। এ সময় আসামীরা পলাতক ছিল। এছাড়া তাদের আটকের পর শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

৯৬ বার ভিউ হয়েছে
0Shares