বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ব্রাক্ষণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ

ব্রাক্ষণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ

ইসাহাক আলী, নাটোর, ২০ নভেম্বর- ব্রাক্ষণবাড়িয়ায় লিফলেট বিতরণ করার সময় নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

আজ রবিবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করে নেতা কর্মিরা। মিছিলটি আলাইপুর এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

এ সময় বক্তারা পুলিশ বাহিনীকে বর্তমান সরকারের আজ্ঞাবাহ দলবাজ পুলিশ আখ্যা দিয়ে বলেন, এই সরকার এখন বিএনপিকে মাঠে দেখলেই ভয় পাচ্ছে। সমাবেশের লিফলেট বিতরণ করার সময় গুলি করে তাদের নেতা কর্মিদের হত্যা করা শুরু করেছে। কিন্তু এভাবে জিয়ার আদর্শের সৈনিকদের দমাতে পারবেনা। তারা এই সরকারকে উৎখাত করতে মাঠে নেমেছে। জনগণ এখন তাদের সাথে রয়েছে তারা আন্দোলন চালিয়ে যাবে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেই ঘরে ফিরবে।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS