শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
জমি সংক্রান্ত বিরোধের জেরে নাটোরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

জমি সংক্রান্ত বিরোধের জেরে নাটোরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি  :  জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লাকে(৭০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ ৬ মার্চ সকাল ৯ টার দিকে সদর উপজেলার লোচনগড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা সদর উপজেলার রুয়েরভাগ এলাকার বাসিন্দা।
মকছেদ আলীর পারিবারিক সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ ৬ মার্চ সকাল ৯ টার দিকে ওই এলাকার কিছু দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমরা ঘটনার খবর পেয়েছি কিন্তু এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। তারপরেও এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS