রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ডিবি পুলিশের হাতে ক্যামেরাপার্সন লাঞ্চিত নাটোরে বিএনপি নেতৃবৃন্দ-পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষুদ্ধ কর্মিদের মিছিল 

ডিবি পুলিশের হাতে ক্যামেরাপার্সন লাঞ্চিত নাটোরে বিএনপি নেতৃবৃন্দ-পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষুদ্ধ কর্মিদের মিছিল 

ইসাহাক আলী, নাটোর, ১২ আগস্ট- জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নাটোরে জেলা বিএনপির মিছিল নেতৃবৃন্দ ও পুলিশের বাঁধা উপেক্ষা করেই করেছে বিক্ষুদ্ধ কর্মিরা।  এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে এক ডিবি পুলিশের হাতে লাঞ্চিত হয়েছেন এটিএন বাংলার স্থানীয় ক্যামেরাপার্সন লিমন হোসেন।

কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে সকাল থেকেই শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো থাকে নেতা কর্মিরা। এ সময় সেখানে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান নেয়।  নির্ধারিত সময়ের আগেই বিক্ষুদ্ধ নেতাকর্মিরা শ্লোগান দিতে থাকে। তবে মিছিল না করতে পুলিশ কর্মকর্তাদের সাথে নেতারাও কর্মিদের শান্ত করার চেষ্টা করেন। তবে তাদের বাঁধা উপেক্ষা করেই কর্মিদের মিছিল শুরু হয়ে শহর অভিমুখে যাত্রা শুরু করে। কিছুদূর যেতেই ব্যাপক পুলিশী বাঁধায় তারা কার্যালয়ে ফিরে আসে।  পরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচী শেষ করেন।

এদিকে এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে ডিবি পুলিশের হাতে লাঞ্চিত হন এক ক্যামেরাপার্সন। ক্যামেরা হাতে থাকার পরও এ ঘটনাকে পুলিশ না দেখে এমনটা করেছে দাবি করলেও ক্ষোভ জানান গণমাধ্যম কর্মিরা।  পরে সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি সাময়িক ভাবে শান্ত হলেও এর দৃষ্ট্রান্তমূলক বিচার চেয়েছেন সাংবাদিকরা।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS