শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  সপ্তাহের শুভ উদ্বোধন

নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  সপ্তাহের শুভ উদ্বোধন

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা  :  নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাটপট্টিস্থ ফায়ার সার্ভিস কার্যালয়ে জাতীয় পতাকা ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সভাপতিত্বে ফায়ার ফাইটার মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, নেত্রকোণা রেডক্রিসেন্ট সেক্রেটারী গাজি মোজাম্মেল হোসেন টুকুসহ অন্যান্যরা।
পরে ফায়ার সপ্তাহ উপলক্ষে মনোজ্ঞ মহড়া প্রদর্শিত হয়।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares