শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় ১১০ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ ইউপি সদস্যর মেয়ের জামাই  আটক

কলমাকান্দায় ১১০ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ ইউপি সদস্যর মেয়ের জামাই  আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো: রাসেল মিয়া নামে  এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আজ সোমবার  (১৬ অক্টোবর ) সন্ধ্যায়  উপজেলার বড়খাপন ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামের নাজিম উদ্দিন এর বসতবাড়ি সামনে রাস্তায়  এ অভিযান চালায় থানা পুলিশ। আটককৃত রাসেল ওই গ্রামের মো: সিদ্দিক মিয়ার ছেলে। সে স্থানীয় ইউপি সদস্য  মো. বাচ্চু মিয়ার মেয়ের জামাই।

পুলিশ সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনেব খাঁন ও উপসহকারি পরিদর্শক (এএসআই) শাহীনসহ  সঙ্গীয় পুলিশের একটি দল বড়খাপন  ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামের নাজিম উদ্দিন এর বসতবাড়ি সামনে রাস্তায় এ অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয় । এ সময় তাদের কাছ থেকে নেশা জাতীয় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম)  সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, রাসেল একজন মাদক কারবারি। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মঙ্গলবার  (১৭ জুন)  জেলা আদালতে পাঠানো হবে বলে জানান তিনি ।

২৯১ বার ভিউ হয়েছে
0Shares