শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের নাট-বল্টু খোলা : অল্পের জন্য দুর্ঘটনা হাত থেকে যাত্রী সাধারনের রক্ষা

নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের নাট-বল্টু খোলা : অল্পের জন্য দুর্ঘটনা হাত থেকে যাত্রী সাধারনের রক্ষা

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট ব্রীজ এলাকায় রেল লাইনের নাট বল্টু খোলা থাকায় অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জারিয়াগামী ২৭২ ডাউন লোকাল ট্রেনের যাত্রীরা।

জারিয়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে ময়মনসিংহ-জারিয়া রেলপথের জারিয়া রেলস্টেশনের সন্নিকটে বালুঘাটা নামক স্থানে টহলরত আনসার সদস্যরা রেললাইনের ১৭ নং ব্রীজের উপর ৪০টি ডগপিন ও নাটবল্টু খোলা অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি তাৎক্ষনিক পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান ও জারিয়া স্টেশন মাস্টার মনির হোসেনকে জানান। ওই সময় ময়মনসিংহ থেকে ২৭২ নং ডাউন ট্রেনটি জারিয়ার দিকে আসছিল। ট্রেনে শত শত যাত্রী ছিলো। তখন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্টেশন মাস্টার মনির হোসেন ট্রেনের চালককে বিয়য়টি জানালে ট্রেনের চালক বালুঘাটা নামক স্তানে পৌছানোর আগেই ট্রেনটি থামান। এতে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে ট্রেনের যাত্রী সাধারণ রক্ষা পান। পরবর্তীতে রেল লাইনের মেরামত কাজ শেষে ট্রেনটি স্বাভাবিক গতিতে জারিয়ায় পৌছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বলেন, রেললাইনে সার্বক্ষণিক আনসার সদস্যরা পাহারায় থাকেন। খবর পাওয়ার পরপরই বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করে ট্রেনটি থামানোর ব্যবস্থা করেছি। পরবর্তীতে আমি ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রæত মেরামত করার অনুরোধ জানাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেল লাইনের মেরামত কার্যক্রম চলমান আছে।

এ ব্যাপারে নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের সাথে কথা বললে তিনি জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ,এটি কোন নাশকতা না। নাটবল্টু খোলার ধরণ দেখে মনে হচ্ছে, বেশ কয়েক দিন আগেই এসব নাট বল্টু খোলা হয়ে থাকতে পারে। তারপরও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS