বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ ২ সস্ত্রাসী গ্রেফতার

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ ২ সস্ত্রাসী গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে এক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে একটি পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র ও ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের বেলালের ছেলে মোঃ মনির (২৪) ও একই ইউনিয়নের স‚র্যনারায়ণবহর এলাকার লেদু বেপারীর ছেলে মোঃ রিয়াজ (২৫)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের স‚র্যনারায়ণবহর গ্রামের আব্দুস শহীদের বসত বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র ও ৬০পিস ইয়াবা দুজনকে আটক করা হয়। ওই সময় বাড়ির মালিক আব্দুস সহীদ কৌশলে পালিয়ে যায়। শহীদকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

৪১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS