শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুবর্নচরে ট্রাক্টর চাপায় যুবক নিহত

সুবর্নচরে ট্রাক্টর চাপায় যুবক নিহত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহপুরে বেপরোয়া গতির ট্রাক্টর চাপায় মোঃ রুবেল মিয়া (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো সুমন নামের আরো এক যুবক গুরুত্বর আহত হয়। নিহত মোঃ রুবেল মিয়া উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাতাইশডোন এলাকার আজিমুর রহামনের ছেলে।

রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের ওই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার অফিসার ইানচার্জ (ওসি) দেব প্রিয় দাশ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়ক সংলগ্ন খালে পড়ে যায়। এতে ট্রাক্টর চাপায় রুবেল নামে এক যুবক মারা যায়। এতে অপর এক ব্যক্তি গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৬৫ বার ভিউ হয়েছে
0Shares