বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোয়েন্দা পুলিশের অভিযান অর্ধশতাধিক ভারতীয় মোবাইল সহ সেনবাগে এক যুবক গ্রেফতার

গোয়েন্দা পুলিশের অভিযান অর্ধশতাধিক ভারতীয় মোবাইল সহ সেনবাগে এক যুবক গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর গোয়েন্দা পুলিশ(ডিবি)এক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় এ্যাড্রয়েট হ্যান্ডসেট (মোবাইল ফোন) সহ মোঃ সাফায়েত হোসেন (৩৩) নামের এক যুবকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ সাফায়েত হোসেন সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের রফিক উল্যার ছেলে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী টু কুমিল্লা মহাসড়কের বেগমগঞ্জ উপজেলা একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার অভিযান চালিয়ে সাফায়েককে গ্রেফতার করে। এসময় পুলিশ তার নিকট থেকে ৫০ মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফত্রাকৃত যুবক জানায়, মোবাইলগুলো সে পার্শ্ববর্তী দেশ ভারতের চোরাই বাজার থেকে কিনে এনে বাংলাদেশে বিক্রি করতে এনেছেন। নোয়াখালী পুলিশ সুপার(এসপি)গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটন্য়া মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares