শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে দেলওয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে দেলওয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ বিপুল ভোটে দিনাজপুর জেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মোঃ দেলওয়ার হোসেন নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। সোমবার সন্ধায় দিনাজপুর জেলা জাতীয় পাটির নেতা কর্মীরা দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব মোঃ দেলওয়ার হোসেন আনারস প্রতিক নিয়ে ১১৬২ ভোট পেয়ে বিপুল ভাবে নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। তার নিকটতম প্রতিদন্দী প্রার্থী মোঃ তৈয়ব উদ্দীন চৌধুরী মোটর সাইকেল পেয়েছেন ২২৬ ভোট এবং বর্তমান জেলা পরিষদের ২বারের প্রশাসক ও একবারের চেয়ারম্যান চশমা প্রতীকের প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী পেয়েছেন ৭৮ ভোট। ফলাফল ঘোষনাকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক, সদর উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে ফজল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল, জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, গণমান্য ব্যাক্তিবর্গ। অপরদিকে জেলা পরিষদের নির্বাচনে মোট কেন্দ্র সংখ্যা ১৩টি। মোট ভোটার সংখ্যা ১৪৭৯। মোট বৈধ ভোট ১৪৬৬ ও বাতিল ভোট ৬টি।

১৬৪ বার ভিউ হয়েছে
0Shares