বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুর পৌর মেয়রের মৃত্যু

দুর্গাপুর পৌর মেয়রের মৃত্যু

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ; নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলা উদ্দিন মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মেয়র আলা উদ্দিন উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেনের ছেলে।

জীবনের ৫৭টি বছর অতিক্রম করে মারা যাওয়ার সময় দুই স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি ছাড়াও রাজনৈতিক সহযোদ্ধাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর শ্বাসকষ্টসহ আরো কিছু রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালে মারা যান।

বুধবার বিকেল ৫টায় সুসং সরকারি কলেজ মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে ।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares