শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের শীতবস্ত্র বিতরণ

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বীরগঞ্জ এপির কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির আয়োজনে দিনাজপুরে বীরগঞ্জ পৌরসভা,পাল্টাপুর, মোহনপুর, সুজালপুর ও নিজপাড়াসহ ৪টি ইউনিয়নে সারা দিনব্যাপী ৮ শত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার ম্যানুয়েল হাসদা। এসময় বীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ আল মামুন হাবিব, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান মো.তহিদুল ইসলাম,ইউপি সদস্য মো.শরিফুল ইসলাম,মো.সোহেল রানা, মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার সাধন দাস,সতীশ চন্দ্র রায়, ভিক্টোরি বিশ্বাস দিপা রৌদারী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বীরগঞ্জ এপির আওতাভুক্ত সুবিধাভোগী সদস্যদের মাঝে শীতবস্ত্র ও হিসেবে করে কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন,সারা দেশে বইছে মূদু শৈত্য প্রবাহ,উত্তরাঞ্চলের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতের প্রকোপ বেশি। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে, শীতার্ত মানুষের কষ্ট নিবারণের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ভিশন।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS