বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার

এম সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে গাফফার আলী (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যার দিকে উপজেলার চড়ারহাট আন্দোল নয়াপাড়া গ্রামের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গোফফার আলী ওই গ্রামের মৃত আলিফ উদ্দিনের ছেলে। পরিবারের লোকজন বলেন,গোফফার একজন খড় ব্যবসায়ী তিনি বিভিন্ন জায়গা থেকে খড় কিনে বিক্রি করে থাকে।প্রতিদিনের মতো গতকাল শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যান গোফফার তারপর আর বাড়ি ফিরে আসেনি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।

আজ রবিবার সন্ধায় বাড়ির পাশে ঘুরতে গিয়ে পাশের বাড়ির একজন বাঁশঝাড়ের তার মরদেহ দেখে আমাদেরকে জানালে আমরা গিয়ে তাকে চিনতে পারি। রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। এর সাথে যারা জড়িত আমরা তাদের বিচার চায়। পুলিশ সুপারের অনুমতি ছাড়া মরদেহ উদ্ধারের বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী এবং তিনি তার সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের গ্রামপুলিশ দিয়ে দূরে সরে যেতে বলেন।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares