বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
 দুর্গাপুরে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত

 দুর্গাপুরে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত

দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে   হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে। । এ উপলক্ষে মঙ্গলবার সকালে  বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার মুক্তমঞ্চে শহীদ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  মোহাম্মদ রাজীব উল আহসান। উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী আজগর, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে   চিত্রাঙ্কন,  কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS