শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এর শপথ

নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এর শপথ

 এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভুইয়াকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীনসহ নায়েকপুর ইউনিয়ন পরিষদ সদস্য, সদস্যা ও কর্মী সমর্থকবৃন্দ।
উল্লেখ্য যে নায়েকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হবু’র অকাল মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় গত ২রা নভেম্বর উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভুইয়া নির্বাচিত হন।
৬০ বার ভিউ হয়েছে
0Shares