বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় ট্রাক চাপায় যুবক নিহত

সাঁথিয়ায় ট্রাক চাপায় যুবক নিহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ; পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার পাবনা-বগুড়া মহাসড়কের চাড়া বটতলা এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় এখলাস (১৮) নামে এক ভ্যানচালক যুবক নিহত হয়েছে। সে বেড়া উপজেলার খাস আমিনপুর গ্রামের সালাম মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত যুবক নগরবাড়ি-বগুড়া মহাসড়কে ভ্যান চালিয়ে কাশিনাথপুর থেকে বেড়ার দিকে যাচ্ছিলেন। এসময় চাড়া বটতলা মহুয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে (খানকা শরিফ) এলে পেছনে থেকে ছুটে আসা বগুড়া মুখি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ভ্যানে কোন যাত্রী ছিলনা তবে ট্রাকটিকে আটকানো সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলে নিহত এখলাস এর পরিবারের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম , ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পাওযার সঙ্গে সঙ্গে আমিসহ সাঁথিয়া থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে রাস্তা যানজট মুক্ত করি। তবে এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি আইনগত ব্যাবস্থা নিবেন বলে তিনি জানান।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares