বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গণসমাবেশ
খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের লাটেরহাট মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১০ নং মোহনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম¦র শুক্রবার সন্ধ্যা ৬ টায়, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফেরদৌস হোসেন এর সভাপতিতে¦ এবং ১০ নং মোহনপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মনঞ্জুরুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু , বীরগঞ্জ উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি ফসিউর রহমান চৌধুরী নবাব, ৪নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম তৌহিদ, ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহামুদুল নবী ওয়াট, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দায়িত¦শীলরা ।
এছাড়াও উপস্থিত ছিলেন শত শত দলীয় কর্মী, সমর্থক এবং স্থানীয় জনসাধারণ ।