বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনন্দ মিছিল ও আলোচনা সভা

পার্বতীপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনন্দ মিছিল ও আলোচনা সভা

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে দ্বিতীয়তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামাণিক। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, নুর মোহাম্মদ রাজা, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক বেলাল হোসেন স্বপন, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ। বিকেল ৫টার দিকে বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামানিক ও দলের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: আমজাদ হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা।

 

৩৭ বার ভিউ হয়েছে
0Shares