শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নৌকা ডুবিতে পঞ্চগড়ে ৫০ জনের মরদেহ উদ্ধার : নিখোজ ২৭

নৌকা ডুবিতে পঞ্চগড়ে ৫০ জনের মরদেহ উদ্ধার : নিখোজ ২৭

পঞ্চগড় অফিস : পঞ্চগড়ের বোদা উপজলার মাড়েয়া আউলিয়ার ঘাট করতোয়া নদীর ওপারে থাকা  বদেশ্বরী মন্দিরে পুজা দিতে যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো ৫০ জনে। নৌকা ডুবির দিতীয় দিনে আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর থেকে দিনভর পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মাড়েয়া, দেবীগঞ্জ, দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা থেকে আরও ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।গত রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটলে প্রথম দিনে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ২৫ জন নারী, ১৩ জন শিশু এবং পুরুষ রয়েছে ১২ জন তিনারা অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী।

এদিকে এ ঘটনায় ২৭ জন এখনো নিখোঁজ রয়েছে। জানা যায়, হিন্দু সম্প্রাদায় বড় উৎসব মহালয়া পুজা। অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার বোদা উপজেলার মাড়েয়া এলাকার একমাত্র ভরসা নৌকা। কিন্তু সেই নৌকায় উৎসবে মেতে উঠতে গিয়ে দূর্ঘটনায় মৃত্যুর মিছিলে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম।

রোববার বিকেলে শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটলে রাত সাড়ে ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ২৫ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন ও স্থানীয়রা।

এদিকে দিতীয় দিনে উদ্ধার অভিযানের নিহতরা হলেন, হাতেম আলী (৭০), শ্যামলী রানি (১৪), লক্ষী রানি (২৫), অমল চন্দ্র (৩৫) শোভা রানি (২৭), দিপঙ্কর (৩), পিয়ন্ত (আড়াই) রুপালি ওরোফে খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫) অনবালা (৬০) সুনিতা রানি (৬০), ফাল্গুনী (৪৫) প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানি (২৫), বিষ্ণু (৩), সুফলতা রানি (৪০), বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানি ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮), তনুশ্রী (৫), শ্রেয়সী,() প্রিয়ন্তী (৮), সনেকা রানী (৬০), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সূচিত্রা (২২), কবিতা রানী (৫০), বেজ্যে বালা (৫০), দিপশিখা রানী (১০), সুব্রত (২), জগদীশ (৩৫), যতি মিম্রয় (১৫), গেন্দা রানী (৫০), কনিকা রানী (৪০), সূমিত্রা রানী (৪৫), আদরী (৫০), পূষ্পা রানী (৫০), প্রতিমা রানী (৫০), সূর্যনাথ বর্মন (১২), হরিকেশর বর্মন (৪৫), নিখিল চন্দ্র (৬০), সুশীল চন্দ্র (৬৫), যুথি রানী (০১), রাজমোহন অধিকারী (৬৫), রূপালী রানী (৩৮), প্রদীপ রায় (৩০) এবং পারুল রানী (৩২) ও প্রতিমা রানী (৩৯)।

এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায় সোমবার রাত সাড়ে ৭টায় ৫০জনের লাশ উদ্ধারের  বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান উদ্ধার নাহওয়া পযর্ন্ত অভিযান চলমান থাকবে।

৮৪ বার ভিউ হয়েছে
0Shares