শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার

দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার

মাহফিজুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং পুজা আনুষ্ঠানের বাধা সৃষ্টিকারী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবেনা। উৎসবের মধ্যে রাজনীতি টেনে এনে কেউ যদি পরিবেশ নষ্ট করতে চায় তাদের প্রতিহত করতে এবারের শারদীয় দুর্গো উৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবে। আমাদের যেমন দায়িত্ব রয়েছে ঠিক তেমনি আপনাদেরও কর্তব্য রয়েছে। সুষ্ঠু ভাবে শারদীয় দুর্গা পুজা উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠিত করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন।

২৪ সেপ্টেম্বর শনিবার পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে শারদীয় দূর্গা পূজা উৎযাপন উপলক্ষে পূজা উৎযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সম্মানিত অতিথি হিসেবে আসন্ন দূর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শামীম বিভাত্মানন্দ মহারাজ, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং। এছাড়া বিভিন্ন উপজেলা হতে আগত অতিথিবৃন্দের মধ্যে চিরিরবন্দর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি জোতিষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নারয়ণ চন্দ্র রায়, জেলা কমিটির সহ-সভাপতি গৌর চন্দ্র শীল, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতি দাস, সাধারণ সম্পাদক মল্লিকা রানী সহ ১৩ উপজেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আসলাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ানুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার সহ ১৩ থানার অফিসার ইনচার্জগণ।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS