বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরামপুরে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

বিরামপুরে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বিরামপুর উপজেলায় প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিরামপুর উপজেলা অফিসার নুজহাত তাসমিন আওন এর সভাপতিত্বে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও,ঢাকার আয়োজনে দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসারের বাস্তবায়নে বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বলেন, উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৬ শত ৩৮ জন। মোট ভোট কেন্দ্র ৬০ টি । প্রিজাইডিং অফিসার ৬০ জন, সহকারী প্রিজাইডিং ৩ শত ৬৪ জন ,পোলিং অফিসার ৭ শত ২৮ জন। মোট কেন্দ্রের কক্ষ সংখ্যা ৩ শত ৬৪ টি। এই প্রশিক্ষণ কর্মশালায় দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবাশিশ কুমার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার কামরুজ্জান , অতিরিক্ত জেলা পুলিশ সুপার মমিনুল করিম , সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম , সহকারী কমিশনার ভুমি মুরাদ হোসেন, ওসি সুব্রত কুমার সরকার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন , সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS