মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কলি হাসান দুর্গ্পাুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাজমুল মিয়া(৩০) নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. আরিফুল ইসলাম। সার্বিক সহযোগীতায় ছিলো দুর্গাপুর থানা পুলিশ।

মো. আরিফুল ইসলাম বলেন,কেরনখলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করি। ঘটনার সত্যত্য পেয়ে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয় ।

তিনি আরো বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS