মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সীমান্তে ৩১ বিজিবি’র অভিযান ১০ লক্ষ ৩৬ হাজার  টাকা মূল্যের ভারতীয় জনসন বেবী সোপ জব্দ

সীমান্তে ৩১ বিজিবি’র অভিযান ১০ লক্ষ ৩৬ হাজার  টাকা মূল্যের ভারতীয় জনসন বেবী সোপ জব্দ

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোণা ; বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) মধ্যনগর উপজেলার কার্তিকপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ লক্ষ ৩৬ হাজার ২ শত ৪০ টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় জনসন বেবী সোপ জব্দ করেছে।

    নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পাশ^বর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মোহনপুর বিওপি’র আওতাধীন কার্তিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পিছনে একটি পরিত্যক্ত টিনের ঘরে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় চোরাচালানীরা সেখানে মালামাল মজুত করছে। এ ধরণের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টহল দল রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালায়। পরে স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ঘরে তল্লাশী চালিয়ে  ২০ বস্তা ভারতীয় মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১২ হাজার ৯ শত ৫৩ পিস জনসন বেবী সোপ। জব্দকৃত মালের সিজার মূল্য ১০ লক্ষ ৩৬ হাজার ২ শত ৪০ টাকা। জব্দকৃত এ সকল মালামাল নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।

৪১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS