বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের নিয়ে জেলা মৎস্য অফিসের সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের নিয়ে জেলা মৎস্য অফিসের সংবাদ সম্মেলন

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ; জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা সৎস্য অফিসের উদ্যোগে শনিবার রাজুর বাজারস্থ সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন/ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা মৎস্য অফিসার মোহাম্মদ শাহ্জাহান কবীর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোনা জেলায় তাদের সপ্তাহব্যাপী কর্মসূচী তুলে ধরে এ সব কর্মসূচী সফল করার জন্য গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বর্তমান সরকার মৎস্য সম্পদ উন্নয়নে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। বিলুপ্ত হতে যাওয়া দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও বংশ বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার পাশাপাশি জনসাধারণের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তিনি শিক্ষিত যুব সমাজকে চাকুরীর পিছনে না ছুটে মাছ চাষে এগিয়ে আসার আহবান জানান। এ সময় সাংবাদিকদের নানা প্র¤েœর জবাব দেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম ও নেত্রকোনা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS