আড়ানী পৌরসভায় তারুণ্যের উৎসব ২০২৫ ও খন্ডকালিন হাটবাজার ইজারা অনুষ্ঠিত
৫৯ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
তারি ধারাবাহিকতায় আড়ানী পৌরসভার আয়োজনে প্রশাসক সাবিহারে সুলতানার ডলির সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আ.ফ.ম হাসানের সাবিক তত্ত্বাবধানে ও আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানার পরিচালনায় সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় আড়ানী পৌরসভা চত্বরে ‘‘তারুণ্যের উৎসব ২০২৫’’ অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজ অধ্যাক্ষ সাহাবাজ আলী, জোষ্ঠ প্রভাষক, আবু সাঈদ তোতা, প্রভাষক, ড. সামসুদ্দিন সেখ, উপাধ্যক্ষ, প্রভাষক আনিসুর রহমান আড়ানী ডিগ্রী কলেজ, সঞ্জয় কুমার দাস, প্রধান শিক্ষক আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়, অরপোনা আন্না সহকারী ও প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার, সহকারী শিক্ষক ফুলমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, শিল্পী খাতুন, সহকারী শিক্ষক। আব্দুল হান্নান, প্রধান শিক্ষক রুস্তুমপুর উচ্চ বিদ্যালয়। স্থানীয় সাংবাদিক ফজলু রহমান মুক্তা ও মোস্তাফিজুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন পৌরসভার স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আ.ফ.ম হাসান।
বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার বলেন, তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। তরুনরাই পারে দেশ থেকে অত্যাচার, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে। তারাই পারে এই দেশকে সুন্দর দেশ হিসাবে গড়ে তুলতে।
বক্তব্য শেষে উপস্থিত সকলে মিলে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে আড়ানীর বিভিন্ন অপরিষ্কার স্থান, নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
অপরদিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট বাজারের খন্ডকালীন পুনঃ ইজারা দেওয়া হয়েছে। উন্মুক্ত ডাকের মাধ্যমে ২০২৫ সালের ১৬ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পযন্ত আয়কর ভ্যাট ছাড়া সাড়ে ৮ লাখ টাকা সর্বোচ্চ ডাক দেয় জয়নাল আবেদীন দিগো।