বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

কানেকটিকাটে বাংলাদেশি শিক্ষার্থী সাইফের অনন্য সাফল্য

কানেকটিকাটে বাংলাদেশি শিক্ষার্থী সাইফের অনন্য সাফল্য

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাট (ইউকন) থেকে  ফিনান্স মাস্টার্স স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাইফ মোহাম্মদ। দুই বছরের ডিগ্রি তিনি এক বছরে সম্পন্ন করেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
সোমবার (১২ মে) স্থানীয় সময় সকাল ৯টায় ইউনিভার্সিটি অব কানেকটিকাট- এর কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশাল সমাবর্তন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সাইফের শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে*
গত বছর ৪ মে, ২০২৪  সাইফ একই ইউনিভার্সিটি হতে (ফিনান্স) অর্থায়ন বিজ্ঞান বিভাগে সম্মানজনক স্কলারশিপ গোল্ড এবং সিলভার মেডল পুরস্কার প্রাপ্ত হয়ে চার বছরের (অনার্স) ব্যাচেলর অ্যাসোসিয়েট ড্রিগ্রি অর্জন করেন।
সাঈফ তার বাবা মোহাম্মদ সাঈদুল হক (সাঈদ) ও মা জোহুরা বেগম রহীম সাথে দীর্ঘদিন ধরে কানেকটিকাটের স্টামফোর্ডে বসবাস করেছেন। ছেলের অসাধারণ এ অর্জন সমগ্র বখতিয়ারবাসী হৃদয়ে স্থান পেয়েছে বলে আশা করছেন তার বাবা। আগামী দিনেও ছেলে সাইফের জীবনের সুচনা কর্মক্ষেত্রেও উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে মনে করছেন মা -বাবা। ছেলের জন্য দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন মোহাম্মদ সাঈদুল হক (সাঈদ)।

৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS