বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে এক বিএনপি কর্মি আহত, ভেতরে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ – বাইরে পুলিশ পাহারা, ছাত্রলীগের পাল্টা মিছিল

নাটোরে এক বিএনপি কর্মি আহত, ভেতরে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ – বাইরে পুলিশ পাহারা, ছাত্রলীগের পাল্টা মিছিল

ইসাহাক আলী, নাটোর, ০১ সেপ্টেম্বর-  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু করে বিএনপি নেতাকর্মিরা। তবে পুলিশের বাঁধায় দলীয় কার্যালয়ের ভেতরেই সমাবেশ করে দলটি।

বেলা ১১ টার দিকে এ সময় কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে পাল্টা মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মিরা। এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শামিম  হোসাইন নামে এক বিএনপি কর্মিকে মারপিট করে রক্তাক্ত আহত করে ছাত্রলীগ কর্মিরা। সে গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামের আলী মন্ডলের ছেলে। তাকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares