শুক্রবার- ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নাটোরে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

ইসাহাক আলী, নাটোর, ১৯ আগস্ট- নাটোর পৌর এলাকার মীরপাড়া দারুস সালাম জামে মসজিদের পেছনে পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ায় সার্ভিসের ডুবুরি দল। সকালে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করেছে মৃতদেহটি।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্শেন মাস্টার আক্তার হামিদ খান জানান, গত রাত সাড়ে ৮ টার দিকে শহরের মীর পাড়া মসজিদের পেছনে পুকুরে এক নারী গোসল করতে নেমে আর উঠেনি। এমন সংবাদে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে কেউ সঠিক ঘটনা বলতে না পারায় ফিরে আসতে হয়। পরে রাতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ জানালে তারা আজ সকালে এসে ঘাটের পাশ থেকে মৃতদেহ টি উদ্ধার করে। পরে মৃতদেহটি সদর থানায় হস্তান্তর করা হয়। তবে মৃতদেহটির পরচিয় কেউ জানাতে পারেনি।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS