বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

যশোরের আন্তঃজেলা ডাকাত সদস্য মুন্না হাসান আটক

যশোরের আন্তঃজেলা ডাকাত সদস্য মুন্না হাসান আটক

ইয়ানূর রহমান : ডিবি পরিচয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মুন্না হাসান (৩৫) কে যশোর জেলা গোয়েন্দা পুলিশ আটক করেছে। যশোর সদর উপজেলার মণ্ডলগাতি গ্রাম থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তাকে আটক করা হয়।

য়যডয পুলিশ সুত্রে জানা যায়, শ্রীনগরের বেজগাঁও যাত্রী ছাউনি এলাকায় গত ২৯ এপ্রিল রাত ৯টার দিকে  একটি ট্রাক থামিয়ে ডিবি পরিচয়ে একদল ডাকাত চালক ও হেলপারকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নেয়। ট্রাকে মাদক আছে দাবি করে  গাড়িটি থানায় নেওয়ার কথা বললেও পরে চালক ও হেলপারকে নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় শ্রীনগর থানায় মামলার পর পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের বাসিন্দা মুন্না হাসানকে  শনাক্ত করে।

ডিবির এসআই কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে ৩টি ডাকাতি, ৫টি চাঁদাবাজি, ১টি মাদক  রয়েছে।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS