বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

সিরাজগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

Views

সিরাজগঞ্জ প্রতিনিধি : তরুনদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ শ্লোগানে সিরাজগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসক এর কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের হলরুমে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আফসানা ইয়াসমিন ও সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। বক্তারা স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারন নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।

Share This

COMMENTS