শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলনা  হানিফের মৃত্যুতে জেলা বিএনপির শোক

বীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলনা  হানিফের মৃত্যুতে জেলা বিএনপির শোক

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গণমানুষের নেতা আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বীরগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র ও দিনাজপুর-১ আসনের সাংসদ প্রার্থী (জামায়াত সমর্থিত) মাওলানা মোহাম্মদ এর মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের  মাগফিরাত  ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতবাসি করেন এই দোয়া করেছেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মাওলানা মোহাম্মদ হানিফ রবিবার (২৪ জুলাই-২০২২) সকাল ১০.২০ মিনিটে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
৬৩ বার ভিউ হয়েছে
0Shares