শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে জাতীয় দলের সাবেক ফুটবলারদের সাথে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পার্বতীপুরে জাতীয় দলের সাবেক ফুটবলারদের সাথে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ; দিনাজপুরের পার্বতীপুরে সাবেক ফুটবলার মরহুম সাইফ উদ্দিন লাবুর স্মরনে আধুনিক পৌর স্টেডিয়ামে বিকেলে জাতীয় দলের সাবেক ফুটবলারদের সমন্বয়ে গঠিত নারায়নগঞ্জ সোনালী অতীত বনাম পার্বতীপুর সোনালী অতীত ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর ফুটবল একাডেমির পরিচালক পার্বতীপুরের ফুটবল তারকা ক্রিড়া সংগঠক শমশের আলী আয়োজিত এ প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোলাহাটী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মবিদুল ইসলাম, ফুটবল একাডেমির সহ সভাপতি শাহাজুল ইসলাম, সাংগঠনকি সম্পাদক মোস্তাফিজার রহমান, সাংবাদিক খাজানুর হায়দার লিমন, মাহামুদুর রহমান, হেলাল ও তারেক। উক্ত খেলায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় দাউস, সুজন, জাকির, রবিন, মোহাম্মদ আলী, মিঠু সহ আরও অনেকে অংশগ্রহণ করেন। ধারা ভাষ্যকার জযনাল আবেদীন ও মাসুমের সুমধুর ভাষ্য ও গ্যালারী সহ মাঠ ভর্তি দর্শকের করতালিতে জমজমাট ফুটবল খেলাটিতে ৩-১ গোলে নারায়নগঞ্জ সোনালী অতীত দল বিজয় লাভ করে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS