শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র অভিযান ৮শ পিজ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সেনবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র অভিযান ৮শ পিজ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) সেনবাগে এক এক অভিয়ান চালিয়ে ৮শ পিজ ইয়াবা সহ রাশেদা বেগম(৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে রোববার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রাশেদ সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহিদীপুর গ্রামের সাইফুলের নতুন বাড়ির সাইফুল ইসলামের স্ত্রী।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ( ডিএনসি’র) সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের নেতৃত্বে সসঙ্গীয় ফোর্স সাইফুল ইসলামের নতুন বাড়িতে অভিযান চালিয়ে রাশেদাকে গ্রেফতার করে। এ সময় তল্লাশী করে তার নিকট থেকে ৮শ পিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় রাশেদা বেগম(৩৩) ও তার স্বামী সাইফুল ইসলাম(৩৬) এবং পাশ্ববার্তী ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের আলতু মিয়ার বাড়ির ইব্রাহিমের পুত্র ইউনুছ প্রকাশ ইউনুছ ফকিরকে(৪৩) আসামী করে সেনবাগ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর(ডিএনসি’র) সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গ্রেফতারকৃত রাশেদসহ আসামীরা দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

২৮৬ বার ভিউ হয়েছে
0Shares