শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
১০লাখ টাকা হলে সুস্থ হয়ে ওঠতে পারে ৩বছরের শিশু আবদুল্লাহ আল মামুন

১০লাখ টাকা হলে সুস্থ হয়ে ওঠতে পারে ৩বছরের শিশু আবদুল্লাহ আল মামুন

মোঃ জাহাঙ্গীর আলম শায়স্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :; মাত্র ১০লাখ টাকা হলে সুস্থ হয়ে ওঠতে পারে তিন বছরের শারীরি ও বাক প্রতিবন্ধী শিশু আবদুল্লাহ আল মামুন। সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম ইয়ারপুর গ্রামের চাপরাশি বাড়ির তাজুল ইসলাম সুজনের একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন। জানাগেছ ২০২০ সালে জন্মের সময় মাথায় আঘাত পাওয়ার কারণে শিশুটি কান্না না করায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দীর্ঘদিন চিকিৎসা করানো হয়। এরপর সে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু তার বয়স ভাড়ার সঙ্গে সঙ্গে কথা না বলা ও দুই পা বেকে থাকা সহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা। এরপর তাকে নোয়াখালী প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র হাসপাতালে নিয়ে থেরাপি প্রদান শুরু করে। এবং পরবর্তীতে ওই হাসপাতাল থেকে শিশুটি নিউরো মেডিসিন ডাক্তার দেখানোর পরামর্শ দেন।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ফখরুল ইসলামকে দেখালে তিনি জানান শিশুটি মাথায় ব্রেণের সমস্যার কারণে সে কথা বলতে পারছেনা এবং দুই পায়ের সমস্য দেখা দিয়েছে, চিকিৎসা করালে সে সুস্থ হবে। এতে পরীক্ষা নিরিক্ষ ও ঔষধ পথ্য সহ খরছ হবে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। এত টাকা দিন মজুর পিতার পক্ষে জোগাড় করা অম্বভ। তাই শিশুটি পিতা তাজুল ইসলাম সুজন তার ছেলের জন্য প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের নিকট চিকিৎসার সহায্যের আবেদন করেছেন। টাকার পাঠানোর ঠিকানা তাজুল ইসলাম সুজন নগদ নাম্বার-০১৮৫৭৩৯৪৬৪৩।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS