শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা

সেনবাগে অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া অপ্রাপ্ত বযস্ক কন্যার বিয়ের আয়োজন করার অপরাদে কন্যার বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়াডের খাজুরিয়া সরদারপাড়া এলাকায় ওই ঘটনাটি ঘটেছে।

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারের (১৩) বাল্য বিয়ের আয়োজন চলছিল। ওই খবর পাওয়ার পর দ্রæত সেখানে গিয়ে দেখতে পাই বিয়ের প্রস্ততি চলছিল। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেই। ওই সময় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মোঃ আবুল খায়েরকে ৫ হাজার জরিমানা করা হয়। একই সাথে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সেনবাগ থানার একটি পুলিশ দল।

৮৯ বার ভিউ হয়েছে
0Shares