রহিমাপুর সঃ প্রাথমিক বিদ্যালয়ে উপড়ে পড়া গাছ এক বছরেও নিলাম হয়নি, ক্ষতির মুখে সরকার


তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি : উপজেলার রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (চাকলা) প্রাঙ্গণে গত বছর (২০২৪) ঝড়ে একটি বড় কদম গাছ উপড়ে পড়ে। এলাকাবাসীর মতে, গাছটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ (ত্রিশ) হাজার টাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানব শেখর সরকারি নিয়ম অনুসারে গাছটি নিলামের মাধ্যমে বিক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলেও দীর্ঘ এক বছরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে গাছটি খোলা আকাশের নিচে পড়ে থেকে বৃষ্টি ও প্রাকৃতিক ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকারের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষও একটি সম্ভাব্য আয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত নিলামের ব্যবস্থা গ্রহণ ও গাছটি যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।