বাঘা ও চারঘাট উপজেলায়-জেলা যুবদলের উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্ঠিত


বাঘা (রাজশাহী) প্রতিনিধি : ২৪ মে বগুড়ায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহী জেলা যুবদলের অন্তর্গত চারঘাট উপজেলা ও পৌরসভা এবং বাঘা উপজেলা ও আড়ানী পৌর যুবদলের উদ্দ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে উক্ত সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক মিলন প্রাং, তরিকুল ইসলাম রাজন,ফারুক রায়হান, সদস্য বুলবুল আহমেদ কার্টুন, শফিকুল ইসলাম শফি,ফজলুর রহমান মুক্তা,আসাদুজ্জামান রাজা সহ সকল ইউনিটের নেতৃবৃন্দরা এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিন সফল করুন। এবং আমাদের রাজশাহী জেলা যুবদলের পক্ষ থেকে বেশি সংখ্যক লোক নিয়ে উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ।
১৬০ বার ভিউ হয়েছে