বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

আদমদীঘিতে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

আদমদীঘিতে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নবাগত উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সাথে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবর্গ ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।, আজ শনিবার (১৭ মে) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘির নবাগত উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা বিএনপির সম্পাদক আবু হাসান, অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, মশিউর রহমান, এনামুল হক দুলাল, প্রধান শিক্ষক এনামুল হক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, মেহেদী হাসান, তোফায়েল আহমেদ, জিল্লুর রহমান, সাগর খান, আবু মুত্তালিব মতি, তরিকুল ইসলাল জেন্টু, মোমিন খান, শিক্ষার্থি ফাহাদ হোসেন, মিরাজ, জুথি আক্তার প্রমুখ।

সভায় নবাগত উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা আদমদীঘি উপজেলায় উন্নয়নে সর্বস্তরের জনগনের সহযোগিতার আহবান জানান।

৬১ বার ভিউ হয়েছে
0Shares